টিটি পাখি (ছড়া)
""""""""""""""""""""""""""
হাট্টিমা টিম্ নয়
মাঠে যারা ডিম পাড়ে
আর,টি-টি-টি-টি গায়
তারা টিটি পাখি হয়।
শিং দুটি তো নেই
লম্বা-লম্বা খ্যাংরা পায়ে
হাঁটি-হাঁটি ক'রে বেড়ায়
সারা জমিন টাই।
তাদের, টানা-টানা চোখ
রে-রে ক'রে চেঁচিয়ে বেড়ায়
আশে পাশে দেখলে শেয়াল
কিংবা কোন লোক।
তারা টিটি পাখি হয়
তাদের একটুকু কম ভয়,
মাঠে মাঠেই ডিম পাড়ে
কই শিংওয়ালা তো নয়!
================================
- প্রভঞ্জন ঘোষ।