তালে-তালে
""""”"""""""""""""""""""""
পর্বতের বাচ্চা পাহাড়
পাহাড়ের বাচ্চা টিলা
টিলার বাচ্চা ঢিবি
ঢিবির বাচ্চা ডাঁই,

সমুদ্রের বাচ্চা সাগর
সাগরের বাচ্চা নদী
নদীর বাচ্চা খাল
খালের বাচ্চা ঝর্ণা-ই।

তালের বাচ্চা চালতা
চালতার বাচ্চা লেবু
লেবুর বাচ্চা কুল
কুলের বাচ্চা মুগ
মুখের বাচ্চা তিল,

অট্টালিকার বাচ্চা বাড়ি
বাড়ির বাচ্চা কুটির
কুটিরের বাচ্চা ঝুপড়ি
ঝুপড়ির বাচ্চা তাঁবু- - -
তালে-তালে মিল।
================================
                                              - প্রভঞ্জন ঘোষ।