ঋণাত্মক
******
গোলাপটিকে নিতে হলে
কাঁটা নিতে হবে,
আতর বিন্দু যেমন পাবে
যন্ত্রনা ও পাবে।
চাঁদের ছবি দেখতে হলে
কলঙ্কের ও কাজল
চোখের কোণায় মাখতে হবে
খুইয়ে শঙ্কা সকল।
পাহাড় ভ্রমণ করতে হলে
পায়ে ধুলো-বালি
মাখতে হবে, মেনে
চোখের বলিরেখা গুলি।
কিংবা,ব'সে-ব'সে
কাটছে যেমন কাটাও দিবস
চেয়ার ভালোবেসে।
ছাল নেবে না, আঁটি নেবে না
কষ নেবে না, শুধু
আমের শাঁসটি কোথায় পাবে
কেবল মিষ্টি-মধু?
চায়ে চুমুক দিতে হলে
গরমটি ও সাথে
জীবের ডগায় নিতে হবে
সাধের আঙ্গুল,হাতে।
ফুলকারি দীপ জ্বালতে হলে
নিতে হলে আলো-
কুজ্ঝটিকা নিতে শেখো
নাছোড় বাতাস গুলো ও।
****************************************
- প্রভঞ্জন ঘোষ।