রটনা
"""""
ভূত ব'লে তা কেউ নেই
তবুও কেন অন্ধকারে
একলা পথে ভয় পাই?
এই যেন কে হাত বাড়িয়ে
খামচে ধরে কাঁধে
এই যেন কে পথ আগলে
দাঁড়ায় নির্বিবাদে!
হঠাৎ ক'রে গায়ে কেন
কাঁটা দিয়ে ওঠে?
ভূত যদি নেই,চলতে গিয়ে
রাত্রে পথে-ঘাটে?
ডাইনি ব'লে কেউ নেই
সত্যি ক'রে কেউ নেই,
ডাইনি বলে রটায় যারা
তাদের ধরে মার ভাই।
ঝাড়ফুঁকে কি বিষ যায়
ওঝাকে যখন কেঁউটে কাটে
কোন্ মন্ত্রে পার পায়?
===============================
- প্রভঞ্জন ঘোষ।