প্রস্তুত
*****
নির্জনতা দাও
আরো করো একা
নীরেট কালোর সাথে
শুধু হোক দেখা।
সে কালোর পীঠ ফুঁড়ে
নিস্তব্ধ নগরে
ধুমকেতু ওঠে কি না ওঠে
দেখি ধীরে।
ল্যাজ যার গুঁজে থাকে
ধুলিকণা ছুঁয়ে
মাথা যার দোল খায়
উর্দ্ধ ছাপিয়ে।
সে ঝাড়ুর পিছু ধরে
কি দেখাই বলো?
যেতে-যেতে আঁকা কিছু
বায়বীয় আলো!
****************************************
- প্রভঞ্জন ঘোষ।