ফুল
""""""""""""
রজনীগন্ধা বলে গন্ধরাজে
আমার গায়ে মন মাতানো সুগন্ধ বিরাজে,
আমার ফুলের মালা খানি শত টাকায় কিনে
সসম্মানে বাজার থেকে ঘরে বয়ে আনে।
গন্ধরাজ ও বলে ঝুঁকে রজনীগন্ধা ফুলে
স্বর্গীয় এক সুবাস-সুধা আমার ও গায়ে খেলে
গাছের থেকে তূলে-তুলে মস্ত বেতের ধামায়
আমার ও ফুল উৎসবেতে অনেক দরে বিকায়।
দু'দিক থেকে দুটি মানুষ যখন পাশে এসে
দু'-দুটি ফুল তুলে রাখে সুখে বুকের পাশে,
দু'টি ফুলের ঝগড়া তখন এক্কেবারে থামে
ফুল হয় না ফেলনা সে হোক বর্ণে কিংবা নামে।
==========================
-প্রভঞ্জন ঘোষ।