নির্নয়
======
জল দিয়েছি,ভাটার টানও
ভরা নদীর জোয়ার,
হাল টেনে কোন্ হাটে যাবে
সে নির্নয় তোমার।
কোন ফুলটি হাতে নেবে
তোমার বিবেচনা,
মাঠ দিয়েছি,বাগান গড়া
তোমার কর্মখানা।
চতুর্দিকে এত পাখি
শ্বাপদ,সরীসৃপও
গান নেবে কি ঝগড়া নেবে
তোমার ব্যাপার প্রিয়।
জল দিয়েছি, মাটি,হেথায়
হাওয়ার কোলে মিশে
শেষ ঠিকানায় মিশবে কোথায়
জড়িয়ে অবশেষে!
=============================
-প্রভঞ্জন ঘোষ।