নিবেদন
"""""""""""
কাদার মধ্যে থাকি
     পাঁকের মধ্যে,
সবকিছু ফেলে
পদ্মের ফুলটুকু
নিও হাতে তুলে।

কাঁটার মধ্যে থাকি
     জটার মধ্যে
সব বাদ দিও,
গোলাপের ফুলটুকু
ভালোবেসে নিও।

কালির মধ্যে থাকি
      ধুলির মধ্যে,
সব দূরে ঠেলে
হীরেটুকু তুলে নিও
হাতের আঙুলে।

তেতো নিয়ে থাকি
     ভুত-প্রেত্ নিয়ে-
সব দূর ক'রে
নিমের বাতাসটুকু
নিরোগের হাওয়াটুকু
রাতের স্বস্তিটুকু
নিও প্রাণ ভ'রে।
==========================
                                     -প্রভঞ্জন ঘোষ।