মাটির নীচে
""""""""""""""
আপন মনে দেখছিল
ভোলা মনে দেখছিল
ছোটো-ছোটো পিঁপড়েগুলো
মাটির গর্তে ঢুকছিলো-
মাটির নীচে অট্টালিকা
চুন-সুরকির বাসা,
টালির ছাওয়া ছাদ-কার্নিশ
সাধের প্রাসাদ খাসা!
সেইখানে কি প্রমোদবাগান
আছে সেই তল্লাটে
পিঁপড়ে রাজা-রাণী যেথায়
সকাল-বিকেল হাঁটে?
সন্ধে হলে হাজার বাতির
আলো জ্বলে ওঠে
রূপকথাটির মতো সেথায়
শান্তি বায়ু ছোটে?
মাটির ওপর সব পিঁপড়ের
রা ফোটে না গালে
গোপন ধনরাশি যদি
কেহ জেনে ফেলে।
==========================
                                        -প্রভঞ্জন ঘোষ।