মাটি
""""'"""""""""
সকল কিছু সরিয়ে
এক্কেবারে সরিয়ে
দেখি শুধু সোনার মাটি
তাতেই বা আর কমটা কি,
মাটি আমার আপন মাটি
তুই যে নীরেট,তুই খাঁটি!

তোর আঁচলে ফলিয়ে ফসল
আনন্দ আর ধরে না,
তোর সারা গায় সবুজ দেখে
মন হয়ে যায় চনমনা।

সারাদিনের,সারাক্ষনের
দুঃখ, সুখের সঙ্গীটি,
তুই যে শীতল, তুই যে কোমল
নিদ্রাযোগের শয্যাটি।

নেহাৎ যখন কেউ কারো নয়
কেউ কোথাও রয় না আর
তুই যে সঙ্গী, তুই যে সাথি
চিরদিনের তুই আমার।

মাটি আমার অঢেল, অপার
প্রাণের সখা, প্রাণপ্রিয়
অন্নদাতা,বস্ত্র দাতা
তুই ভরসা,তুই প্রিয়।
================================
                                          -প্রভঞ্জন ঘোষ।