মর্ম(ছড়া)
"""""""""""
কেউ কি বলে দেবে
আকাশ এত সুনীল কেন
একটু খানি ভেবে?
নীলের মধ্যে লুকিয়ে কি বা
কোন সংকেত জানায়,
দিগদিগন্ত, পশুপাখি
বৃক্ষ, মানুষ জনায়?
জবাব যদি দিতে পারো
মনের মতো তবে
টাটকা তাজা ফল খাওয়াবো
যাচাই ক'রে নেবে।

রোদের বর্ণ স্বর্ণ কিংবা
হলুদ-হলুদ কেন,
কি রহস্য লুকিয়ে থাকে
কেউ কি সঠিক জানো?
এত কিছু থাকতে গিয়ে
নানান রকম রং
সূর্যকিরণ কি কারণে
হলুদ-হলুদ ঢং?
কেউ বুঝিয়ে দেবে?
বলতে যদি সঠিক পারো
ঘোল খাওয়াবো তবে।

এমনি কতকিছুর মর্ম
কে বা বলতে পারে,
ভেবে দেখ রহস্য যা
আছে চরাচরে।
================================
                                      -প্রভঞ্জন ঘোষ।