কোলাব্যাঙ(ছড়া)
""''''''''"'""""""""""""""""
আমরা কোলাব্যাঙ
বৃষ্টি হলে গাল ফুলিয়ে
ডাকি ঘ্যাঁঙর ঘ্যাং।

থপথপিয়ে হাঁটি
বিপদ বালাই সামনে এলে
সটান লাফিয়ে উঠি।

নেই ছাতা তিনকুলে
লোকে তবু কুৎসা রটায়
ব্যাঙের ছাতা ব'লে।

পোকামাকড় আরশুলোদের
হাতছানিতে ডেকে
খপাৎ খপাৎ মুখে পুরি
মস্ত মনের সুখে।

জোড়ায় জোড়ায় থাকি,আবার
থাকি দলে-দলে,
নাকি সুরে ডেকে উঠি
অঝোর বৃষ্টি এলে।

আমরা ঝাঁপাই যেথায় দেখি
পুকুর খন্দ খানা,
ঝড়-বাদলের নক্সা পাঁজি
সব আমাদের জানা।
===========================
                                          -প্রভঞ্জন ঘোষ।