খাঁটি
****
পিটিয়ে-পিটিয়ে, পিটিয়ে-পিটিয়ে
অনেক আঘাত দিয়ে
তার উপরে আগুন ঢেলে
অনেক ছ্যাঁকা দিয়ে-
যেই ভান্ডার গ'ড়ে ওঠে
তাহাই কলসি,
তাহাই ঘটি, তাহাই বাটি
ভর্তি কত কি-
ক্ষুদার খোরাকি।

কুপিয়ে-কুপিয়ে, কুপিয়ে-কুপিয়ে
অনেক খোঁচা দিয়ে
খাবলা খাবলা খুঁড়ে
খাল,খানা বানিয়ে
যে টুকু ভাগ ওঠে
তাহাই প্লাটিনাম,
তাহাই সোনা,তাহাই হীরে
চকচকে খাঁটি -
মাথার মুকুটটি।

আছড়ে-আছড়ে, আছড়ে-আছড়ে
অনেক ঝাপটা দিয়ে
তার উপরে ঝাঁকা দিয়ে
অনেক বাড়ি দিয়ে
উথলে যাহা ওঠে
রাশের উপর রাশ
পাটের ছোবড়া,আঁশ,
ব্যাগ-বস্তার সারি-
শস্য ভুরি-ভুরি!
================================
                                     - প্রভঞ্জন ঘোষ।