কষ্ট হাওয়ায় নিশাস নেওয়া
****************
শিশির ফোঁটা পড়ছে ঝ'রে
ঘাসের ডগায়
তার গুরুত্ব বাদ দিয়ে
শ্বেত স্বচ্ছ শোভায়-
আকাশ থেকে ফেলছে দেখ
গুচ্ছ গোলা
চতুর্দিকে চুবিয়ে শুধু
করছে ঘোলা।
চতুর্দিকে ফুটছে যে ফুল
রং বাহারি
তার গুরুত্ব বাদ দিয়ে
সু-গন্ধ তার-ই-
মাটির বুকে ফুলঝুরি সব
জ্বালায় শুধু,
চোখ জ্বালিয়ে চোখকে করায়
কাঁদু-কাঁদু।
সবুজ শোভন,নীলের মোড়ায়
সসাগরা
তার মহিমা বাদ দিয়ে
তার স্নিগ্ধধারা-
চতুর্দিকে ছড়িয়ে দেখি
কালো ধোঁয়া,
আজ যেন ভাই কষ্ট
হাওয়ায় নিশাস নেওয়া।
****************************************
- প্রভঞ্জন ঘোষ।