কারুকার্যময়
*******
কিছু তো একটা হবে
হয় ফোঁড়া ফাটবে
না হয় বসে যাবে,
উভয় ভাবেই নিরাময় হয়,
হয় চামড়া বিদীর্ণ হয়
কিংবা শক্ত হয়;
ওইখানে থেকে যায়
দাগ নিশ্চয়,
ধরে নাও এ ও এক
কারুকার্যময়।
কিছু একটা তো হবে
হয় ভিত কষে যাবে
নয়ত, অবাঞ্ছিত ইঁট খসে
আরো পোক্ত হবে,
যে দাহ্য জমে আছে পদার্থ হয়ে
বাষ্প তো একদিন উঠবেই
ভিত তো একদিন কাঁপবেই,
চারিদিকে ভরে যাবে মরচের স্তূপ
ধরা যাবে এ ও এক
চিত্রকল্পরূপ!
================================
- প্রভঞ্জন ঘোষ।