যুক্তি
""""""""""""
তোমরা যখন ধুলো ভাবো
আমি ভাবি পাথর
তোমরা যখন পলি ভাবো
আমি ভাবি প্লাবন।
তোমরা যখন ব্যাস্ত হাঁটো
উর্দ্ধে নিয়ন বাতি
আমি ভাবি- লালপিঁপড়ের
মস্ত বড় সারি।
তোমরা যখন মুখর বলো
আমি ভাবি চুপ
পাখার অঢেল হাওয়া ভাবো
আমার উতোল রূপ।
মিষ্টি মুখের ক্ষরন যখন
আমি বলি বৃষ্টি,
আস্ত যখন শান্ত ঘুমাও
আমার কাছে চকমক্।
শূণ্য যখন বলটি ধরো
আমি দেখি ঘূর্ণি
তোমরা যখন ঘূর্ণি দেখ
আমি দেখি শূণ্যি।
আমার তখন শেষের দিকে
আর,তোমাদর কয়বার?
তোমরা যখন পর্দা টানো
আমার চোখে দরবার!
==========================
-প্রভঞ্জন ঘোষ।