জড়তা
******
সব জড়তা কাটিয়ে দিয়ে
ভোরের বেলার কুহক
সূর্য ওঠে, উঠেই হাঁটে
ছড়িয়ে স্বচ্ছ আলোক।
রাতের বেলা নীল আকাশে
চন্দ্র, তারা গুঁজে
আলোর আভার ভরসা দিয়ে
সূর্য সকাল খোঁজে।
রাত্রি আসে, রাত্রি যে যায়
আঁধার মুঠোয় নিয়ে-
সমস্ত রাত রাত থাকে না
জড়ত্ব মাখিয়ে।
================================
- প্রভঞ্জন ঘোষ।