হাটবাজার(ছড়া)
""""""""""""""'"""
নৌকো খানি কালো
জল সাঁতরে,জল সাঁতরে
হাটের দিকে গেল।
হাটের কাছে ঘাটে
নাও ঠেকিয়ে নামলো পায়ে,
পায়ে-পায়ে গিয়ে-
কিনলো মুলো,বেগুনগুলো
ছ'-সাত কিলো আলু
এক কেজি শাঁকালু,
পাঁচ আঁটি শাক,পঁচিশ ছটাক
ঘানির সরষে তেল
তিনটি পাকা বেল,
খাঁদুর মাদুর-দোকান ঘেঁষে
ক্লান্ত হয়ে পৌঁছে শেষে
হাটের ঘাটের কোণে
মাছ বেচা দোকানে
কিনলো সিঙি,রুই
মিটিয়ে পয়সা,পাই
সকল কিছু নিয়ে
আবার নায়ে গিয়ে
হালে দিলো টানা
চলল নৌকো খানা;
ফিরল নিজের ঘাটে
সূর্য তখন পাটে!
বসায় ঢুকে অমনি ডেকে
ধরিয়ে দিয়ে ব্যাগখানাকে
গিন্নিটি তার হাতে,
খুব নিশ্চিত হল পতিত
নেই কোন সন্দেহ,
এতেই যাবে হেসে খেলে
পুরোটা সপ্তাহ।
=============================
-প্রভঞ্জন ঘোষ।