ঘূর্ণিঝড়
"""""""
ঘূর্ণিঝড়ে ঘুরে-ঘুরে
সকল কিছু
রইল না আর কোনকিছু
আগুপিছু।
কোথায় যেন সৃষ্টি হ'য়ে
কোন সেখানে
কোথায় যেন কোন সাগরের
মধ্যিখানে-
হা হা ক'রে ধেয়ে আসে
দানব যেন
কোন কিছুর বাঁধ মানে না
নিষেধ কোনো।
এক নিমেষে সকল কিছু
শূণ্য,মাটি
এক নিমেষে উধাও বাসন
ঘটি-বাটি,
নিমেষ গোনার পায় না সময়
নগরবাসী
নিমেষ গোনার পায় না সময়
গ্রামনিবাসী।
নেহাৎ কারুর হাত থাকে না
এ নিয়তি
ঝড়ের সাথে যুঝতে যাওয়া
মন্দ অতি,
ঝড় ওঠে আর ঝড় বয়ে যায়
মাথার 'পরে
রাখার যে জন রাখে
কিংবা উড়িয়ে মারে।
================================
-প্র ভ ঞ্জ ন