ঘর
^^^^^^^^^
ফাঁকা যে ঘর
অরুন আলোয় মোড়া
পরাগের আনাগোনা
সুরভির-

যে ঘরের চৌকাঠে
হাওয়া পাক মেরে
সোঁদাকথা বলে,
দুব্বোর নিঃশ্বাসে আপামর লেপা
শিমুলের নিঃশ্বাসে-

সেই ঘরে বাঁধা চাল
খই রঙে রাঙা,
পাঁপড়ির আলপনা
মেঝেময় শালুকের,শিউলির,কেতকির
বকুলের ছোপে- - -

নিঝুম যে দ্বার
ঝিল্লির আলাপনে
ঝিঁঝিপোকা ভ্রমরের
রণনে বিভোর,
সেই ঘরে ঠাঁই আজ
নিঝুমে,নীরবে!

বাদবাকি ঘর জুড়ে
ভিড়ে ঠাসাঠাসি
প্লাষ্টিকে-প্লাষ্টিকে,লৌহ লোষ্ট্রে
কানাজোড়া রাবারের,
টিনে স্টীলে মোড়া,
ঘড়ঘড় নিঃশ্বাসে কোথাওবা ভরা।

আর ঘর উদ্দাম
নিকোটিন মেখে
রাঙা জলে নাচে তালে
ঝুম্ হয়ে থাকে,

বাদবাকি ঘরগুলো বড্ড খর
গর-বায়ু ঘরময়
খরখরে আলো
খর ঝলমলো।

স্নিগ্ধ যে কুঠি
জোছনায় মাখা
তারাদের আধো আধো
আভায় মোহন,
সেই ঘরে বাস আজ
নিরালার ঘরে
নিঝুমের ফাগ মাখি'
দেহে থরে থরে।
==========================
                                     - প্রভঞ্জন ঘোষ।