চাকি(ছড়া)
   """"”""""""
ওই আকাশে চক্র ওড়ে
সূর্যটাকে ডিঙ্গিয়ে যেন
হাওয়ায় হাওয়ায় ঘোরেফেরে।

ছাদের থেকে ঝিলিক ছোটে
ঘোল রুপালি
চিবুক দেখে মনে হয়
চার জোড়াতালি,

জোড়ার মুখে কে আছে
ভীম আঘাত হানে?
ঐ দেখা যায় চক্র
ঈশান,অগ্নি কোণে।

একটু এগোয়,একটু পেছোয়
পিছিয়ে শেষে
হুশ ক'রে যে কোন্ আকাশে
কোথায় মেশে!

চক্র আসে,চক্র যে যায়
কোথায় যেন,
চোখ কচলে তাকিয়ে-
কিছুই নয় কখনো।
================================
                                       - প্রভঞ্জন ঘোষ।