বিয়ের ভোজ
"""""''''''''"""""""
শূণ্য খাঁ-খাঁ মাঠের মাঝে
গামার গাছে ঘেরা
জঙ্গল,তার মাঝে যেথায়
পুকুর পানায় ভরা,
তারই পাড়ে রাতদুপুরে
কাজের হুড়োহুড়ি
শেয়াল এবং খেঁকশেয়ালের
আজকে বিয়েবাড়ি।
আলোর মালা জোগাড় ক'রে
জোনাক বয়ে আনে
রুই-কাৎলা নিয়ে আসে
ভোঁদড় টেনে-টেনে,
খাটাশ এবং বেজি মিলে
জোগাড় করে মোরগ
ইঁদুর-ছুঁচো বয়ে আনে
মশলাপাতি যা হোক।
সোনাব্যাঙের নানান রাগের
সানাই ওঠে বাজি'
টুকুর-টুকুর বাজায় ঝুমুর
উইচিংড়ে,ঝিঁঝি।
পিঁপড়ে-প্যাঁচা দল বেঁধে সব
করতে আসে ভোজন
নিঝুম্ নাকি রাত বারোটায়
আজকে বিয়ের লগন।
চামচিকে আর বাদুড় মিলে
ফলের থোকা আনে,
মহাভোজের সে যেন এক
ধুম পড়েছে বনে!
==========================

                                       -প্রভঞ্জন ঘোষ।