ব্যাধি
""""'""
মাটি খুঁড়ে খাদান ক'রে
শোষন করি
বৃক্ষ কেটে ফাঁকা ক'রে
শোষন করি
ধোঁয়ায়-ধোঁয়ায় স্বচ্ছ বাতাস
দূষন করি
জলের উপর বর্জ্য ফেলে
দূষন করি।
মনের মধ্যে পোষন করি
বড়লোকি
কথায়-কথায় দেখিয়ে চলি
জাঁক,দেমাকি
গগন ছোঁয়া ইমারতে
ঢকাঢাকি
সামঞ্জস্য হচ্ছে ক্ষতি
কার তাতে কি?
কার তাতে কি
বিকলাঙ্গ হচ্ছে শিশু
কার তাতে কি
রোগ ছড়াচ্ছে পক্ষি,পশু
কার তাতে কি
উষ্ণায়নের আশঙ্কা খুব
আমরা কামুক,বিলাস প্রিয়
মুখে কুলুপ।
বৃক্ষ-লতা হাত-পা ছুঁড়ে
বলছে বাঁচাও
কীটপতঙ্গ, পশুপাখি
বলছে বাঁচাও- - -
ধ্বংস,না কি ধ'রে রাখা
তোমরা কি চাও?
ধরার যে আজ কঠিন ব্যাধি
দেখতে কি পাও!
====================≠===========
-প্রভঞ্জন ঘোষ