বরাদ্দ
''''''''''''''
চোখ গুলোকে অন্ধ করো
কান গুলোকে বধির
উঁকি মেরে দেখছে যারা
চোরের বংশাবলির;
আড়ি পেতে শুনছে যারা
সুপ্ত মনের কথা
মগজ টুকু খসিয়ে তাদের
শূণ্য করো মাথা।
চলার গতি পঙ্গু ক'রে
শুইয়ে করো স্থবির
ফন্দি ফিকির জব্দ ক'রে,-
চোরের বংশাবলির!
সকল কিছু শূণ্য করাও
মাটির দিকে ফেরাও
হাল ও লাঙ্গল ধরিয়ে হাতে
প্রান্তরে চাষ করাও।
গোপন হাতে হাতিয়ে যারা
ভাঁড়ার ভর্তি করে-
বজ্র, বন্যা, অগ্নি ঢেলে
শেষ করো বেশ ক'রে!
================================
- প্রভঞ্জন