বৈরি  (ছড়া কবিতা)
   """""""""""""""""""""
বুনো শেয়াল দেখলে কেন
দু'কান খাড়া হয়,
কুকুরগুলো অমনি তাদের
তাড়িয়ে নিয়ে যায়?

দিনের বেলা দেখলে প্যাঁচা
অন্য পাখি যারা
সবাই কেন ঠোকর দিয়ে
প্রাণ করে আধমরা?

কোকিলগুলোয় দেখলে কেন
কাকগুলো খুব রেগে
দিশেহারা হয়ে ছোটায়
তীরের মতো বেগে?

আরশুলোকে দেখলে কেন
অমনি ডেঁয়োগুনো
পা ও পাখনা কামড়ে কামড়ে
করে তুলোধুনো?

দোকান মুখে দেখলে কেন
মিষ্টি-মোয়ার ধারে
ভিখিরিকে হাট্ হাট্ ক'রে
ময়রা তাড়ায় দূরে?

কেন জানি ব্যাটসম্যানকে
দেখলে বোলারগুলো
হাত ঝাঁকিয়ে,কাঁধ ঝাঁকিয়ে
খুব হয়ে যায় হুলো!
==========================
                                       -প্রভঞ্জন ঘোষ।