বৈদ্যুতিক
*******
সেই তলোয়ার পড়ে তোমার
ওঠে আবার
তার তলাতে কেউ কদাচিৎ
পায় না রে পার।

সেথায় কেবল দুষ্ট কাটার
কর্ম চলে,
সেথায় ক্লিন্ন কঠিন,কাঁকর
ঘুলিয়ে ঘোলে।

সেই তলোয়ার ফাঁক ফোঁকরে
আঘাত করে,
সেই তলোয়ার আঘাত ক'রে
ফোঁকর করে।

সেথায় কালো ছায়ার মত
মুন্ডু, মাথা
সান্নিপাতিক, স্কন্ধকাটার
কবর সেথা।

সেই তলোয়ার ঝিলিক মাখা
কেউ সেখানে
কুসুম যারা যায় না,কাঁটাই
প্রমাদ গোনে।
================================
                                           -প্রভঞ্জন ঘোষ।