অঙ্কুরিত
*****
নতুন ক'রে গজিয়ে
বেড়ায়-বেড়ায় লতিয়ে
যে ফুলটি ফুটেছে
গোড়া কেটেছিল যাহার-
নামটি,ঝুমকোলতা তাহার।
রং বেগুনে,মিষ্টি সুবাস
হাতের যেন রাখি
ওই দিয়েছে উঁকি!
সূর্য তাকে ভালোবেসে
রৌদ্রে ভেজায় প্রাতে,
চন্দ্র তাকে ভালোবেসে
জ্যোৎস্না জড়ায় রাতে।
বনের ভ্রমর গান শুনিয়ে
লতার আসেপাশে
ভালোমন্দের খোঁজ নিয়ে যায়
নিত্য কাছে এসে।
বৃষ্টি ও হিম জল জুগিয়ে
ঠিক বলে যায় যেন
এই তো আমরা পাশে আছি
ভাবনা এত কেন?
================================
- প্রভঞ্জন ঘোষ।