অমলিন
÷÷÷÷÷
যেই পাতাটি শিশির ভেজা
পান্না সবুজ গা
সেই পাতাটির স্নিগ্ধ ছবি
দু'চোখ ছুঁয়ে যা।

যেই হাওয়াটির ভেতর
গাছের শ্বাস-প্রশ্বাস বহে
সেই বাতাসের ওড়াউড়ি
রোজ গায়ে যা ছুঁয়ে।

পক্ষ মেলে হাওয়ায় ওড়ে
পক্ষী যাহার নাম
বুকের মধ্যে সেই পাখিদের
ছড়াক স্বরগ্রাম।

চাঁদ ছাপিয়ে যেই আলোটি
তৃণের ওপর পড়ে
সেই জোছনার আলো এসে
হৃদয়ে যাক জুড়ে।

যে হাত থেকে নির্মলতা ছড়ায়
দিবস রাত
সেই পুরুষের পায়ে জানাই
গভীর প্রনিপাত!
****************************************
                                                - প্র: ঘো: