আলো
""""""
নিজের আলো নিজে দেখি
রঙের বাতি জ্বালিয়ে
উঠোন, বারান্দাতে রাখি।
ঝাঁপিয়ে কেবল পোকা আসে
চতুর্দিকে ওড়ে
জানিনা আর কারুর চোখে
পড়ে কি না পড়ে।
চাঁদ জেগে রয়, তারা জাগে
মিষ্টি মধুর আলো -
তারার মতো হয় কি আমার
বাতি জ্বলো-জ্বলো?
আঁধার জুড়ে পুড়ে-পুড়ে
ক্ষয় হয়ে হয় শূণ্য,
পান্না-হীরে-চুনির মতো
কোথায় বা পাই রত্ন!
================================
                                        -প্রভঞ্জন ঘোষ।