অদ্ভুত (ছড়া )
*********
খুব বেশি নয়
দুই বিঘা কি
আড়াই বিঘা দূর-
ওইপারে খুব খরা
এদিক ছায়াতে ভরপুর।

পূর্ব দিকের বাঁধের গোড়ায়
বৃষ্টি ঝমাঝম্
সাতটি আলের পেছন শুখা
ঠকঠকে একদম।

ডোবার এদিক এক্কেবারে
স্বচ্ছ পরিষ্কার
একটু দূরে ওইখানে
ঘোর কুয়াশা ধুন্ধুমার!

গাছের ডগায় ডালপালা সব
দমকা হাওয়ায় দোলে
গোড়ার নীচে হাওয়ার কোন
হাদিসটি না মেলে।

মাঝে-মাঝে ধরার মাঝে
এমন কেন হয়?
পট প্রকৃতির আজব খেলা
অদ্ভুত, বিস্ময়!
****************************************
                                      - প্রভঞ্জন ঘোষ।