মন আমার যায় ছুটে যায় তোমার কাবায় ওগো মালিক দয়াময়
তোমার ছায়ায় তোমার মায়ায় হোক এ জীবন আলোকময়।।
তোমার দয়ায় তোমার ক্ষমায় পার করে দাও মাবুদ আমায়
পুলসিরাতের অন্ধকারে তোমার নূরের আলোক মায়ায়।।
ঐ হাশরের কঠিন দিনে একটু রহম দিও আমায়।
মন আমার যায় ছুটে যায় তোমার কাবায় ওগো মালিক দয়াময়
তোমার ছায়ায় তোমার মায়ায় হোক এ জীবন আলোকময়।।
জান্নাতের ঐ ফুলের মেলায় তোমার দেয়া সুখের ছায়ায়
তোমার দেখা যেন পাই গো মাবুদ মন যে কাদে এই ভাবনায়।।
তোমার নূরের আলোকচ্ছটায় হোক এ জীবন মধুময়।
মন আমার যায় ছুটে যায় তোমার কাবায় ওগো মালিক দয়াময়
তোমার ছায়ায় তোমার মায়ায় হোক এ জীবন আলোকময়।।
মন আমার যায় ছুটে যায় তোমার কাবায় ওগো মালিক দয়াময়
তোমার ছায়ায় তোমার মায়ায় হোক এ জীবন আলোকময়।।