বারিষ ধারায় মন যে হারায়
কোন সে গহন বনে ।
কত যে কথার মালা যে গেথেছি
এমন অলস ক্ষণে ।
ফুলেরা ফুটেছে নিজেকে মেলেছে
কোন সে প্রিয়ার তরে ।
কুহু কুহু সুরে পাখি যায় ডেকে
কে যেন আসিবে ফিরে ।
রুপালী চাদের জোছনা হারায়
প্রিয়ার কপোল তলে ।
মেঘের ছায়ায় কে যেন ঘুমায়
বিরহ বেদন ভুলে ।
তারার মেলায় একাকী বিজনে
মায়াবী নয়ন মেলে ।
লাজুক বদনে চকিত চরণে
আলতো পায়ে চলে ।
বুকের ভিতরে মায়াবী আদরে
মন যে কেমন করে ।
দূর নীলিমায় প্রিয়া যে হারায়
কি জানি কিসের তরে ।
বিরহ বেদন বুঝবে কখন
কোন সে মধুর ক্ষণে ।
সুখের প্রাসাদ গড়বো তখন
তিমির গহন বনে ।