সময় থাকতে খোজ রে মানুষ আপন ঠিকানা
ছাড়তে হবে রঙ্গিন ভূবন কেউ তো রবে না
আপন আপন কর রে মানুষ কেউ তো আপন নয়
রঙ ফুরালে সবাই দূরে কেউ না কাছে রয়।
এমন সময় আসবে মানুষ কেউ তো থাকবে না
সময় থাকতে খোজ রে মানুষ আপন ঠিকানা
আমার আমার কর রে মানুষ কিছুই তোমার নয়
দিন ফুরালে সবই যে পর অচিন সবই হয়।
এটাই যদি ললাট লিখন মানুষ কেন বোঝ না
সময় থাকতে খোজ রে মানুষ আপন ঠিকানা
আপন আপন আমার আমার করে জীবন যায়
সকাল গিয়ে সন্ধ্যা হলো হুশ না ফিরে হায়।
সাধের জনম সাঙ্গ কখন কেউ তো জানে না
সময় থাকতে খোজ রে মানুষ আপন ঠিকানা
সময় থাকতে খোজ রে মানুষ আপন ঠিকানা
ছাড়তে হবে রঙ্গিন ভূবন কেউ তো রবে না