বন্ধু তুমি সঙ্গী হবে ? বদলে দেব সব
নিকষ কালো অন্ধকারে পাড়ি দেব পথ ।।
পথের ধারে জমে থাকা জঞ্জাল যত সব
তোমার আমার দ্রোহের ছোয়ায় দূর হয়ে যাক সব।।
তোমার আমার সম্মিলনে জগত হবে সাফ
দূর হবে সব পচা গলা জাহেল মতবাদ।।
গুমরে কাদে বিশ্ব বিবেক ঘুমিয়ে কেন তুমি
এসো হেরার আলোয় মুক্ত করি আমার জন্মভুমি।।
ভয় পাবে কি ? আসে যদি একটু ঝড় তুফান
হিম্মত নিয়ে রুখবো মোরা জ্বালবো শিখা অনির্বাণ।।
ওহুদ বদর বক্ষে আমার আমার কিসের ভয়
পাশে যদি থাকো বন্ধু, হবেই হবে জয়।।