মধ্য দুপুরের উদাসি নির্জনতা আজো সেই অভিযোগ নিয়ে খুজে ফেরে তোমাকে।
সেই যে কবে তুমি রিনিঝিনি হাসিতে বিরক্ত করেছিলে
ক্লান্ত দুপুরের শ্রান্ত নির্জনতাকে।
শ্রাবনের সেই ঝিরিঝিরি বৃষ্টি ফোটাগুলো
আজো শুধু তোমাকেই খুজে ফেরে।
তোমার রেশমি চুলে পরম মমতায় আবারো আছড়ে পড়বে বলে।
জানো
চন্দ্রিমার সেই গাছগুলো তোমার পেলব হাতের উষন ছোয়ার আশায়
কেমন তরতর করে বেড়ে উঠছে।
যেন আকাশ ফুড়ে খুজে আনবে তোমাকে।
তোমার মনে আছে
সেই লেকের পাড়ে জোড়া বেধে ভেসে বেড়ানো মৎস যুগলের কথা
যারা স্বচ্ছ জলে ভাসানো তোমার পায়ের নীচে এসে নির্ভয়ে ঘুরে বেড়াতো।
জোছনা গলা নিশীথ রাতের কথাবিহীন সেই মুহুর্ত গুলো
মনে আছে তোমার ?
জানো
জোছনা গলা সেই নিশীথ প্রহরগুলো,আজো বারবার ফিরে আসে
তোমার কন্ঠে শুধু একটি কথা শুনবে বলে
ভালো থেকো ।