এ কেমন হিয়া তোমার
বারে বারে শুধু আসো ।
ফিরে ফিরে আসো স্মৃতির মনিকোঠায় !
শীতের ঝরা পাতা তো উড়ে গেছে সেই কবেই ।
সময়ের অসমতায় বসন্তের নাগাল পায়নি তো !
না বোঝার বোঝা মাথায় নিয়ে বিস্মৃতির অতলে
ডুব দিয়েছিলে সেই কবেই ।
তবে কেন হঠাত বারে বারে আসো ।
নিশীথ রাতের একাকী প্রহরে
কেন তুমি স্মৃতির ঝাপিটা খোল ।
ডুব সাতারে কেন হানা দিতে চাও
আমার সযতনে গোছানো প্রাণ পুকুরে ।
আমি তো বেশ আছি ।
তুমিও আছো নাকি খুব সুখে ।
হোক না এমন থাকা থাকি
স্মৃতির ঝাপিটাকে সযতনে বন্ধ রেখে !