স্বাধীনতা
তুমি কোন কাননের ফুল ?
শুধু একটি ঘরকে সাজাবে বলে
ব্যাকুল হয়ে ফোটো তুমি ?
স্বাধীনতা
কোন আকাশের চাঁদ তুমি ?
শুধু একটি ঘরকে আলোর বন্যায় ভাসাবে বলে
অকাতরে নিজেকে বিলিয়ে দাও ।
স্বাধীনতা
কোন সুরে বাজো তুমি ?
শুধু একটি আসরকে মুগ্ধ করতেই
সুর লহরী তুলে বেজে চলো অবিরাম ?
স্বাধীনতা
কোন ছন্দের কবিতা তুমি ?
শুধু একটি কবিতা সাজাতেই
তোমার সমস্ত আয়োজন ?
স্বাধীনতা
তুমি সকল স্বাধীন মানুষের
স্বপ্নে আঁকা এক অনুপম ছবি
তুমি নীল আকাশে জ্বলে থাকা
এক উজ্জল নক্ষত্র রবি ।