রক্তখেকো মানুষ রে তুই রক্ত চুষে খাস
এত খাস তবুও তোর মেটে না যে আশ।
দেশের টাকা লুট করে তুই বিদেশে পাঠাস
মাতৃভুমির রক্ত চুষে করলি সর্বনাশ।
পরের ধনে পোদ্দারি তোর নাই যে চোখের লাজ
বঞ্চিতদের দীর্ঘশ্বাসে পড়বে মাথায় বাজ।
পরের টাকা খেয়ে যে তোর চিকনাই বাড়ে বেশ
ভেক ধরে তুই সাধু সেজে দিস রে উপদেশ।
এমন সোনার দেশটারে তুই করলি কি রে বল
মানুষ নামের পশুরে তুই আর করবি কত ছল।
দেশটা খেলি লুটে পুটে থাকবি নাতো দেশে
সময় হলে পড়বি পাকে থাকবে না কেউ পাশে।
দেশ ও জাতির শত্রুরে তুই মীরজাফরের প্রাণ
যেদিন ধরা পড়বি রে তুই থাকবে না তোর মান।