যে ঈমানে রোজা রাখো আল্লাহকে ভয় করো
সে ঈমানে বন্ধু তুমি কোরআন টা কি মানো ।।
ভয়ের মতো ভয় কি তুমি আল্লাহকে করো ?
রোজা রাখো নামায পড়ো কোরআন খতম করো
এ কোরআনে কি রয়েছে তা কি তুমি জানো ।।
এ কোরআনের বিধান তুমি মেনে কি চলো ?
ভয়ের মতো ভয় কি তুমি আল্লাহকে করো ।
নাজাতেরই তামান্নাতে রোজা তুমি রাখো
যে পথে ঐ নাজাত মেলে সে পথে কি হাটো ?
সরল সোজা পথকে ভুলে কোন সে পথে চলো।
ভয়ের মতো ভয় কি তুমি আল্লাহকে করো ?
যে ঈমানে রোজা রাখো আল্লাহকে ভয় করো
সে ঈমানে বন্ধু তুমি কোরআন টা কি মানো ?
ভয়ের মতো ভয় কি তুমি আল্লাহকে করো ।।