রাসুল তোমায়
রাসুল আমার প্রাণের প্রিয় দুই নয়নের মনি
রোজ হাশরের কঠিন দিনে তোমায় পাবো জানি।
মুক্তি পথের আলোর নিশান আনলে ধরায় তুমি
হাসলো ভূবন সেই আলোতে হাসলো বিশ্ব ভূমি।
বিশ্ব নিখিল উঠলো হেসে তোমার আলোর মায়ায়
দূর হলো সব জ্বীর্ণ জরা হেরার আলোর ছোয়ায়।
দীর্ঘ দিনের আধার কালোর জাহেল দুনিয়ায়
আসলে তুমি আলো হয়ে গভীর মমতায়।
ধন্য সবাই পেয়ে তোমার অমীয় বাণী সুধা
পরশমনির স্নিগ্ধ ছোয়ায় কাটলো সকল দ্বিধা।
তৌহিদের ঐ মুক্তি বাণী আনলে ধরায় তুমি
বায়াত নিলাম আমরা সবাই তোমার হস্ত চুমি।
বাংলাদেশের প্রান্ত হতে জানাই সালাম তোমায়,
এ জীবন যেন কাটে তোমার উসওয়াতুন হাসানা’য়।