মা তুমি এমন করে তাকাও কেন
আমি কিছু বলেছি তোমায়, বলো ?
তেমনি বাবাটা ও না, কেমন যেন !
আমি কিছু চেয়েছি, সত্যি বলো ?
আমি ঘোড়ায় চড়বো ,বলেছি আমি ?
বলিনি তো, তবে কেন তোমার চোখে জল ।
আমার পা দুটি খাটো, তো কি হয়েছে ?
আমার হাত দুটোয় দেখ, কেমন বল ।
তোমার চোখের কোণে জমানো জল
কত সুন্দর মুছে দিতে পারি ।
মা, স্টীফেন হকিং এর নাম শুনেছো ?
তার কিন্তু হাত,পা সব অচল,
তবু সে কত মেধাবী দেখেছো ?
আমি ও তেমন হবো দেখে নিও।
মা তুমি বাবাকে বলো আমার কথা
আমি ও ঘুচিয়ে দেবো সকল ব্যাথা।
খবরদার মা,তুমি আর কেঁদো না
নীরবে কখনো যেন দুঃখ পেও না।
সবাই আমায় বলে প্রতিবন্ধি !
বাবা, তুমি কারো সাথে করো না সন্ধি।
ওরা ও মানুষ, আমি ও মানুষ
আমায় নিয়ে ওরা কেন এত বেহুশ।
বাবা তুমি দেখে নিও, আমিও হবো
একদিন এক বিশ্ব সেরা মানুষ।



সহমর্মিতার সংবেদন