আর কত ? আর কতকাল চলবো আমি
ঐ অনন্তের পথ বেয়ে ।
সেই কবে কাল থেকে চলছি ।
কত শহীদের খুন রাঙ্গা পথ মাড়িয়ে
নির্ভয় এ পথ চলা ।
বিরতিহীন এ যাত্রা পথের বাকে বাকে ,
সাহসের পাখা মেলে দেয় কত শহীদের দীপ্ত মিছিল ।
পথ থেকে প্রান্তরে অবিরাম চলছি আমি
লক্ষভেদী নিরন্তর এ পথ চলা ।
কত দূর সেই কাংখিত মনজিল ?
আর কত দূর ?
দীর্ঘ পথের ক্লান্তিতে কখনো কখনো
হতাশায় ঢেকে যায় পথ
অপেক্ষার অবসাদে নেতিয়ে পড়ে
আমার অবসন্ন অস্তিত্ব ।
কোন এক ঐশী যাদুর ছোয়ায়
জেগে উঠি আবার এক ইস্পাত কঠিন দৃঢ়তায় । ।
নিকষকালো অন্ধকারে আলোর দিশা হয়ে
কাল থেকে কালান্তরে ,
সাহসের কালি দিয়ে কে যেন লিখে দিয়ে যায়
এক অভয় আশার বাণী
‘’ হে প্রশান্ত আত্মা তুমি এগিয়ে যাও
তোমার মহান রবের মাগফিরাতের দিকে । “