মানুষ তুমি আবার মানুষ বলো কবে হবে
উলটো পথে চলায় তুমি থামবে বলো কবে ।
গড়ছো আবাস করছো বিনাশ বৃক্ষলতা, তরু
প্রতিশোধের পালা সবে হলো এবার শুরু ।
ঘামছো তুমি তীব্র তাপে করছো হা-হুতাশ
শীতল হাওয়ার উৎস কেটে করছো সর্বনাশ ।
সবুজ শ্যামল প্রকৃতিকে করছো তুমি বিরাণ
তাপানলের দহন জ্বালায় কাপছে তোমার পরাণ ।
সভ্যতাকে সাজাও তুমি বৃক্ষবিনাশ করে
এই বিনাশের শাস্তি তুমি পাবে কদিন পরে ।
বৃক্ষতরুর নীরব কান্না শুনতে পাওনি কানে
কাদবে তুমি প্রকৃতির ই প্রতিশোধের বানে ।
মানুষ তোমার বিবেক এবার জাগুক চক্ষু মেলে
বাচাও ভূবন বাচাও মানুষ ভ্রান্তি বিলাস ভুলে ।