কোন বা পথে হাটছো তুমি কে বা তোমার সাথী
কোন দিকে তে যাবে যে তুমি ভাবছো দিবারাতি।
পথের ধারে ঝলমলে ঐ রঙিন ঝাড়বাতি
দেয় ধাধিয়ে পথের দিশা থামিয়ে দেয় গতি।
মন গহীনে হাতড়ে দেখো বিবেক বলে কি
কোন পথের পথিক তুমি কোন পথে মুক্তি।
নানা পথের হাতছানিতে তুমি দিশেহারা
তৌহিদের ঐ পথে পথিক দাও যে তুমি সাড়া।
সরল সোজা পথ যে ডাকে পথিকের মায়ায়
দাও সাড়া হে পথিক তুমি গভীর মমতায়।
পথের খোজে পথের মাঝে হারাও যদি পথিক
রহমের ঐ মায়ার বানে ডাকে তোমার মালিক।