মন বলতো, তুই কার
বসত যে তোর আমার ভিতর
বসত সেথায় অষ্টপ্রহর ।
এত কাছে থেকেও তুই
কেমন জানি পর !
মন বলতো তুই কার ?

শুনিস না যে শাসন বারণ
করিস যে তুই প্রাণ যে হরন
এতো আপন হয়ে ও তুই
কেমনে হলি পর ?

আমার বাড়ি আমার ঘরে
থাকলি রে তুই জীবন ভরে
এত আদর পেয়েও তুই
কেমনে হলি পর ?

এতো করে বলি তোরে
কষ্ট গুলো দে না ছেড়ে
তবুও তুই গেথে রাখিস
অন্তরের ভেতর।
পথের খোজে পথের মাঝে
ঘুরে ফিরে সকাল সাঝে
লাগাম ছেড়ে চললি রে মন
চিনলি নাতো ঘর।
সত্য সাধন করলি না মন
কাটলো জীবন যখন যেমন
প্রাণ পাখিটা উড়বে যখন
সত্যি হবি পর ।