মাস কাবারি বেতন আয়ে
জোড়া তালি জুতা পায়ে
দিন যে চলে যায় !
আধেক মাসে পকেট ফাকা
ব্যাংক হিসাবে শুন্য আঁকা
কেমনে বাচি হায় !
হিসেব কষে যায় না চলা
সত্য কথা যায় না বলা
বাচাই হলো দায় !
দীর্ঘশ্বাসে বুকটি কাঁপে
সবাই মুখের হাসি মাপে
কেমন আছি হায় !
গিন্নি বলে, কেমনে চলে ?
এমনি করে অথৈ জলে
এই যদি হয় আয় ?
আর কতকাল থাকবো বহাল
এই যদি হয় জীবনের হাল
কে হবে সহায় ?
এমনি করেই যায় যে চলে
মধ্যবিত্তের প্রায় সকলে
এই নিয়তি হায় !