ও মানুষ ও মানুষ তোমার নেই কেন আজ হুশ
সর্বনাশা কোন সে মোহে তুমি কেন আজ বেহুশ।
মারছো তুমি ভেজাল দিয়ে মারছো তুমি কাকে
মরছে তোমার মনুষত্য বাচাও তুমি তাকে।
ক্ষমতারই দম্ভ ভরে মারছো মানুষ অকাতরে
স্বজাতিরে বধের খেলা সাঙ্গ হবে কবে ?
অবোধ শিশু বলে কেদে “আল্লাহকে সব দেব বলে”
একটু ও কি কাপে  না বুক তবে কেন তুমি মানুষ হলে ?
খেলছো তুমি প্রলয়খেলা কোন সে নেশার ঘোরে
সর্বহারা বিশ্ববিবেক গুমরে কেদে মরে।
একই বর্ণের মানুষ মোরা রক্ত মোদের লাল
তবে কেন জ্বালছো তুমি হিংসার দাবানল।
জাগাও তোমার মানবতা গাও জীবনের জয়গান
হয়ে যাও তুমি সৃষ্টি সেরা মহা মহিয়ান।