মা আমার রক্তাক্ত শরীর দেখে তুমি কেঁদো না
এ রক্ত নয় এ আমার যুদ্ধের সাজ ।
এ সাজেই বাজাবো আমি পবিত্র যুদ্ধের দামামা ।
আমার ভাইয়ের একটি হাত বোমার আঘাতে
বিচ্ছিন্ন হয়েছে বলে,তুমি আফসোস করো না মা ।
তার আরও একটি হাত, দুটি পা এখনো অক্ষত আছে
এগুলো দিয়েই সে গড়ে তুলবে দুর্ভেদ্য প্রতিরোধের দেয়াল ।
মা আমার বোনের একটি চোখ, একটি পা ক্ষতবিক্ষত হয়েছে
তো কি হয়েছে মা ? সে এখনো জীবিত আছে ।
এখনো অটুট রয়েছে তার সন্তান জন্মদানের ক্ষমতা ।
তুমি দেখে নিও,সে হবে সালাউদ্দিন আইয়ুবির মতো
একজন বীরের গর্বিত মা ।
জন্ম দেবে আরতুরুল,ওসমান গাজীদের মত
বীর সিপাহ্সালাদের ।
মা তোমার চোখের কোণে অশ্রু জমতে দিও না
বাবা শহীদ হয়েছে তো কি হয়েছে
আমরা এখনো বেচে আছি ।
লড়াই করছি আমাদের সর্বোচ্চটা দিয়ে
এ পবিত্র ভূমিকে অবৈধ দখলদারের কবল থেকে মুক্ত করতে ।
হানাদারের সর্বগ্রাসী আক্রমণ প্রতিরোধে
আমরাও হবো শহীদ অথবা গাজী ।
ভয় কিসের মা ?
আমার ছোট্ট ফুটফুটে বোনটি রক্তাক্ত শরীরে
নিস্তেজ হয়ে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিলো
তখন সে বলেছিলো ” আমি আল্লাহকে সব বলে দেবো “
মা আল্লাহ নিশ্চয়ই ওর কথা শুনেছেন ।
আমরা আমাদের সম্পদ,জীবন সর্বোচ্চটা ঢেলে দিচ্ছি
আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন ।
তুমি বিশ্বাস রেখো মা,দুর্বল হয়ো না ।