তুমি এখন যাবে না তো কখন যাবে ?
যৌবন তোমার এখন মধ্য গগনে
তারুন্যের তীব্রতা তোমার চোখে মুখে
তুমি এখন যাবে না তো কখন যাবে ?
স্বৈরাচারের বুটের তলায় পিষ্ট রাজপথ
চাতকের মতো চেয়ে আছে
কখন নামবে তুমি ?
তুমি এখন যাবে না তো কখন যাবে ?
টকটকে লাল রক্তের স্রোতে
শীতল হওয়া উত্তপ্ত রাজপথ
তোমার অপেক্ষায় হে তরুন
কখন নামবে তুমি ?
তুমি এখন যাবে না তো কখন যাবে ?
জলকামান,টিয়ারশেল,সাউন্ড গ্রেনেড সাজোয়া যান
আর বুলেট সজ্জিত বন্দুক নিয়ে
রণ সাজে সজ্জিত হয়ে ওরা প্রস্তুত ।
থমকে কি দাঁড়াবে তুমি ?
ইতিহাসের এই সন্ধিক্ষণে
কোনটি বেছে নেবে তুমি ?
জীবন  অথবা লড়াই ? শহীদ অথবা গাজী
কোনটি বেছে নেবে তুমি ?
ইতিহাস তোমার দিকে তাকিয়ে তরুণ
তুমি আবার দাড়াও পথে তোল মুষ্ঠিবদ্ধ হাত
কন্ঠে তোল জালিমের ত্রাস সেই শ্লোগান
নারায়ে তাকবির আল্লাহু আকবার ।