কেমন আছেন ভাই সকলে কেমন আছেন ভাই
জানি রে ভাই এমনি দিনে ভালো আছেন সবাই ।
ফেরাউনের কবল থেকে মুক্ত এখন দেশ
স্বাধীন দেশে তা ধিন তা ধিন নাচছে সবাই বেশ।  
জালিম শাহির তখতে তাউস চূর্ণ হলো হায়
প্রাণের ভয়ে প্রভূর দেশে পালিয়ে সে যায়।
নদী পাহাড় বনজংগলে ছুটছে দিগবিদিক
এদিক সেদিক পড়ছে ধরা সব স্বৈরাচারের কীট ।
মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত হলো দেশ
রক্তচোষা অত্যাচারীর দম্ভ হলো শেষ
কাল নাগিনীর বিষের বাণে নীল হয়েছে মাটি
সেই মাটিতে পিশাচের দল গেড়েছিলো ঘাটি।
বাংলাদেশের দামাল তরুন বুকের রক্ত ঢেলে
আনলো দেশে সুখের আলো রক্ত মশাল জ্বেলে।
বৈষম্যের ও যাতাকলে পিষ্ট ছিলো দেশ
হাজার হাজার কোটি টাকা খাইলো সব দরবেশ ।
বুড়িগংগা নদীর পাড়ে ডিংগি নৌকায় বসে
জীবন নিয়ে পালায় কোথা তারি হিসেব কষে ।
কালা মানিক কলাপাতায় শুয়ে প্রহর গোনে
কতো দম্ভ করে ছিলো টাকার বস্তা গুনে।
খেলা হবে বলে ওরা খেলার মাঠে নাই
জনগনের ধাওয়া খেয়ে পালালো সবাই ।
সোনার দেশের সোনার মানুষ জাগলো বীরের বেশে
বৈষম্যহীন বাংলাদেশটা গড়লো অবশেষে ।